বিদ‍্যাসাগরের জন্মদিনে বিশেষ অনুষ্ঠান বর্ধমান ইতিহাস ও পুরাতত্ত্ব চর্চা কেন্দ্রের

29th September 2020 9:03 am শিক্ষা
বিদ‍্যাসাগরের জন্মদিনে বিশেষ অনুষ্ঠান বর্ধমান ইতিহাস ও পুরাতত্ত্ব চর্চা কেন্দ্রের


বিশেষ সংবাদদাতা ( বর্ধমান ) :  ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের জন্মদিনে উপলক্ষে বর্ধমান ইতিহাস ও পুরাতত্ত্ব চর্চা কেন্দ্রের উদ্যোগে  বর্ধমান শহরের বাবুরবাগ রোডে 'সোনার তরী' অনুষ্ঠান মঞ্চে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। বিদ্যাসাগরের ছবিতে মালা প্রদান করে অনুষ্ঠানের সূচনা করা হয়। উদ্বোধনী সঙ্গীত পেশ করেন স্বাগতা বন্দোপাধ্যায় । স্বাগত ভাষণ দেন বর্ধমান ইতিহাস ও পুরাতত্ত্ব চর্চা কেন্দ্রের সম্পাদক ড. সর্বজিৎ যশ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শ্যামসুন্দর কলেজের অধ্যক্ষ ড. গৌরী শঙ্কর বন্দোপাধ্যায়।ছাড়াও বক্তব্য রাখেন ড. রঙ্গন কান্তি জানা, ড. অর্ধেন্দু সরকার, ড. মোহন পাল, ড. ঝর্না বর্মন, ড. জহির আব্বাস, ড. মেধাতিথি বর্মন, রক্ষকর কুন্ডু প্রমুখ। এছাড়াও কবিতা পাঠ করেন দিপেন্দ্র নাথ শীল, সেখ জাহাঙ্গীর প্রমুখ। এই অনুষ্ঠানে ড. ঝর্না বর্মন লিখিত 'প্রাগাধুনিক সাহিত্য' বইটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ড. গৌরী শঙ্কর বন্দোপাধ্যায় এবং বর্ধমান ইতিহাস ও পুরাতত্ত্ব চর্চা কেন্দ্রের নিউজ বুলেটিন 'ভূর্জপত্র' প্রকাশ করেন সাংবাদিক প্রবীর চট্টোপাধ্যায়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন শ্যামাপ্রসাদ চৌধুরী এবং সভাপতিত্ব করেন প্রবীর চট্টোপাধ্যায়।সমস্ত রকম সামাজিক দূরত্ব বিধি অনুযায়ী অনুষ্ঠান পরিচালনা করা হয়।





Others News

বিদ‍্যাসাগরের জন্মদিনে বিশেষ অনুষ্ঠান বর্ধমান ইতিহাস ও পুরাতত্ত্ব চর্চা কেন্দ্রের

বিদ‍্যাসাগরের জন্মদিনে বিশেষ অনুষ্ঠান বর্ধমান ইতিহাস ও পুরাতত্ত্ব চর্চা কেন্দ্রের


বিশেষ সংবাদদাতা ( বর্ধমান ) :  ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের জন্মদিনে উপলক্ষে বর্ধমান ইতিহাস ও পুরাতত্ত্ব চর্চা কেন্দ্রের উদ্যোগে  বর্ধমান শহরের বাবুরবাগ রোডে 'সোনার তরী' অনুষ্ঠান মঞ্চে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। বিদ্যাসাগরের ছবিতে মালা প্রদান করে অনুষ্ঠানের সূচনা করা হয়। উদ্বোধনী সঙ্গীত পেশ করেন স্বাগতা বন্দোপাধ্যায় । স্বাগত ভাষণ দেন বর্ধমান ইতিহাস ও পুরাতত্ত্ব চর্চা কেন্দ্রের সম্পাদক ড. সর্বজিৎ যশ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শ্যামসুন্দর কলেজের অধ্যক্ষ ড. গৌরী শঙ্কর বন্দোপাধ্যায়।ছাড়াও বক্তব্য রাখেন ড. রঙ্গন কান্তি জানা, ড. অর্ধেন্দু সরকার, ড. মোহন পাল, ড. ঝর্না বর্মন, ড. জহির আব্বাস, ড. মেধাতিথি বর্মন, রক্ষকর কুন্ডু প্রমুখ। এছাড়াও কবিতা পাঠ করেন দিপেন্দ্র নাথ শীল, সেখ জাহাঙ্গীর প্রমুখ। এই অনুষ্ঠানে ড. ঝর্না বর্মন লিখিত 'প্রাগাধুনিক সাহিত্য' বইটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ড. গৌরী শঙ্কর বন্দোপাধ্যায় এবং বর্ধমান ইতিহাস ও পুরাতত্ত্ব চর্চা কেন্দ্রের নিউজ বুলেটিন 'ভূর্জপত্র' প্রকাশ করেন সাংবাদিক প্রবীর চট্টোপাধ্যায়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন শ্যামাপ্রসাদ চৌধুরী এবং সভাপতিত্ব করেন প্রবীর চট্টোপাধ্যায়।সমস্ত রকম সামাজিক দূরত্ব বিধি অনুযায়ী অনুষ্ঠান পরিচালনা করা হয়।